আমি আজ মুক্ত: আসিফ

আমি আজ মুক্ত: আসিফ

অনলাইন ডেস্ক :

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সঙ্গীত শিল্পী শফিক তুহিনের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এদিকে মামলাটি স্থগিতের খবর শুনে কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ফেসবুক আইডি ও ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়েছেন।

তাতে আসিফ লিখেছেন, আমার ছোটবেলার বন্ধু ব্যারিস্টার মইন ফিরোজী মাকিন এবং তার আইনজীবী স্ত্রী বন্ধু সাবরিনা সামাদ ফিরোজী—তাদের চালিয়ে যাওয়া জোরালো লড়াইয়ের ফসল এই স্থগিতাদেশ। ছোট ভাই অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মনিরসহ সংশ্লিষ্ট সবার জন্য ভালোবাসা। আমি আজ মুক্ত, উড়ে বেড়ানোর জন্য আমার আকাশ আবার উন্মুক্ত। দীর্ঘ চার বছরের অপমান, অপবাদ, গ্লানি থেকে মুক্তি পেয়েছি। এক রমজানে গ্রেফতার হয়েছি, আরেক রমজানে পাওয়া এই আদেশে আমি মহান আল্লাহর প্রতি যারপরনাই কৃতজ্ঞ। দেশের মানুষ আমার জন্য দোয়া করেছেন, সারা দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। যারা কোনো সত্য না জেনে অভ্যাসবশত আমার মরহুম বাবা–মাকে গালাগাল করেছে, তাদেরও ধন্যবাদ। আমার পরিবার, বন্ধুমহল, ইন্ডাস্ট্রির সবার প্রতি কৃতজ্ঞতা। গীতিকার শফিক তুহিনকেও বিশেষ ধন্যবাদ আমাকে জেলে পাঠিয়ে নতুন অভিজ্ঞতা দেয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *