বিনোদন ডেস্ক :
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক সম্প্রতি আমেরিকার একাধিক অঙ্গরাজ্যে বিশেষ সম্মাননা অর্জন করেছেন। এ উপলক্ষে মাসজুড়ে নিউইয়র্ক, কানেক্টিকাট, শিকাগো, মিশিগান, কলারডো ও ক্যালিফোর্নিয়ায় ভ্রমণ করেন তানভীর। গত ১ অক্টোবর শিকাগোতে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। এ বিশেষ আয়োজনে বাংলাদেশি সঙ্গীত পরিচালক ও গণমাধ্যমকর্মী হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শিকাগোয় নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মনির চৌধুরী এ সম্মাননা তুলে দেন তানভীরের হাতে। মনির চৌধুরী তার বক্তব্যে বলেন, তানভীর আমার অনুজপ্রতিম। সাংস্কৃতিক জগতে ওর নিষ্ঠা ও অধ্যাবসায় আমাকে দারুণভাবে আনন্দ দেয়। তানভীর তারেক বলেন, গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার পর থেকেই একাধিক সংগঠন থেকে আমন্ত্রণ পাই। তাদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধতা কুড়িয়েছি। এ ভালোবাসা আগামীর কাজের জন্য অনুপ্রেরণা দেবে অনেক দিন।