আম্বানি-আদানিদের তালিকায় শাহরুখ খানের নাম

আম্বানি-আদানিদের তালিকায় শাহরুখ খানের নাম

অনলাইন ডেস্ক :

মুকেশ আম্বানি এবং গৌতম আদানীদের সঙ্গে বড়লোকের তালিকায় নাম লেখালেন শাহরুখ খান খোদ। দেশের অন্যতম বড়লোকদের মধ্যে একজন কিং খান অন্যতম। প্রথমবার হুরুন ইন্ডিয়ার ধনী তালিকায় জায়গা করে নিলেন তিনি।

রিপোর্ট অনুযায়ী, শাহরুখ ৩৩৪ জনের মধ্যে রয়েছেন। যারা রয়েছেন তাঁদের মোট সম্পত্তির পরিমাণ, ১৫৯ লক্ষ কোটি টাকা। শেষ বছর শাহরুখের প্রযোজনা সংস্থা আকাশছোঁয়া লাভ করে। পাঠান এবং জওয়ান ছবি দারুণ ব্যবসা করেছে। এছাড়াও, কলকাতা নাইট রাইডার্স এর সহ মালিক তিনি। ফলে, এবার শাহরুখের এই তালিকায় অবতরণ নিতান্তই ছোট ঘটনা নয়।

কত কোটির সম্পত্তি শাহরুখের?
সূত্র বলছে, শাহরুখ খান প্রায় ৭৩০০ কোটির মালিক। যাতে বিরাট বড় অবদান রয়েছ রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্স এর। শাহরুখের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার নেহাতই কম না। উল্টোদিকে, শুধু শাহরুখ নিজে না, বরং এই তালিকায় জায়গা করে নিয়েছে জুহি চাওলা, অমিতাভ বচ্চন এবং হৃতিক রোশনও।

বলিউডের কারা কারা রয়েছেন এই তালিকায়?
১. শাহরুখ খান ও পরিবার: ৭,৩০০ কোটি

২. জুহি চাওলা ও পরিবার: ৪,৬০০ কোটি

৩. হৃতিক রোশন: ২০০০ কোটি

৪. অমিতাভ বচ্চন ও পরিবার: ১,৬০০ কোটি

৫. করণ জোহর: ১,৪০০ কোটি

কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক জুহি চাওলাও এই তালিকায় রয়েছেন, যার আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪,৬০০ কোটি টাকা। বলিউডের সবচেয়ে ধনী তারকাদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। ২০০০ কোটি টাকার সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন হৃতিক রোশন। তার অ্যাথলেইজার ব্র্যান্ড এইচআরএক্সের বিরাট অবদান আছে এতে। টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ৩২.৩ মিলিয়ন। অমিতাভ বচ্চন ও করণ জোহরও রয়েছেন এই তালিকায়।

তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *