অনলাইন ডেস্ক :
আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘নীল ঘূর্ণি’। পাঁচ বছর আগে শুটিং শেষ করা ধারাবাহিকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। শফিকুর রহমান শান্তনুর রচনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন, অপূর্ব, জাকিয়া বারি মম, সাজু খাদেম, আরফান আহমেদ, অ্যানি খান, অ্যামেলি হক, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ। এটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হচ্ছে। এর গল্পে দেখা যাবে, আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত ডন বাদল। সম্প্রতি সে তার পার্টনার আয়ানকে খুন করে বিশ্বাসঘাতকতার দায়ে। তাকে একদিকে খুঁজছে আয়ানের লোক, অন্যদিকে খুঁজছে পুলিশ। শোনা যায়, সে নাকি কক্সবাজারে গা ঢাকা দিয়েছে। এদিকে অনিক ও স্পর্শী হানিমুনে এসেছে কক্সবাজার। বাদলের প্রতিপক্ষ রইসের লোকেরা অনিককে বাদল ভেবে ধরে নিয়ে যায়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।