অনলাইন ডেস্ক :
আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইস’ সিনেমার জ্বরে আক্রান্ত হননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ২০২১ সালের দক্ষিণ ভারতীয় এই সিনেমা শুধু ভারত কিংবা এশিয়া নয়, পুরো বিশ্ব মানচিত্রেই আলাদাভাবে নিজের অবস্থান তৈরি করেছিল।
ভাইরাল হয়েছিল সিনেমার ডায়লগ, গান, নাচ সবকিছুই। সিনেমাটির দ্বিতীয় পর্বের জন্য সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চালাচ্ছিলেন সিনেমাটির ভক্তরা। অবশেষে সেসব ভক্তের স্বপ্ন পূরণ হলো। শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত পুষ্পা: দ্য রুল-এর শুটিং। এটি সিনেমাটির দ্বিতীয় পর্ব। এখানেও জুটি হিসেবে দেখা যাবে প্রথম পর্বের জনপ্রিয় জুটি আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানাকে। সোমবার (২২ আগস্ট) এক পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘পুষ্পা টু’র শুটিং শুরু হয়। তবে এই অনুষ্ঠানে ছিলেন না সিনেমাটির প্রধান চরিত্র পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুন। ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে থাকায় অনুষ্ঠানে থাকতে পারেননি এই সুপারস্টার।