‘আশিকী ৩’-এর হিরো কার্তিক আরিয়ান

‘আশিকী ৩’-এর হিরো কার্তিক আরিয়ান

অনলাইন ডেস্ক :

আশিকী’ ও ‘আশিকী টু’ ছবি দুটি ব্যাপক সফলতার পর এবার আসছে ‘আশিকী থ্রি’। এই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে।

সোমবার (৫ সেপ্টেম্বর) কার্তিক নিজেই ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। ছবির নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, রাহুল রায় ও অনু আগরওয়াল অভিনীত আশিকী ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত আশিকী টু পরিচালনা করেছেন মোহিত সুরি। ভ্যারাইটি সাময়িকী জানিয়েছে, ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা অনুরাগ বসু। ছবির সুরকার হিসেবে থাকবেন প্রিতম। এর আগে অনুরাগের ‘বরফি’, ‘গ্যাংস্টার’, ও ‘লাইফ ইন এ… মেট্রো’ ছবিতেও সুরকার হিসেবে কাজ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *