বিনোদন ডেস্ক :
বাহারি ফুল দিয়ে সজ্জিত বাসর ঘর। বিছানায় ছড়িয়ে আছে গাধা ফুলের পাপড়ি।সেই বিছানায় বধূ বেশে বসে আছেন তানজিন তিশা। তার চোখে মুখে আনন্দের চাপা হাসি। পাশ থেকে তিশাকে গোলাপ দিচ্ছেন তার বর জোভান আহমেদ। একটি স্থিরচিত্রে এমন লুকে ক্যামেরাবন্দি হয়েছেন তিশা-জোভান। তবে এটা বাস্তবে না ‘বিয়ে পাশ’ নামে নাটকের একটি দৃশ্য। অনামিকা মণ্ডল রচিত এ নাটক পরিচালনা করেছেন ওসমান মিরাজ। সম্প্রতি নগরীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটক প্রসঙ্গে পরিচালক ওসমান মিরাজ বলেন, ‘বিয়ে পাস’ নাটকে জোভান-তিশা চমৎকার অভিনয় করেছেন। আশা করছি দর্শক নাটকটি বেশ উপভোগ করবেন।