এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও বাঁধন সরকার পূজা। তারা একসঙ্গে অনেক গান কণ্ঠে তুলেছেন। আবারো একসঙ্গে গাইলেন এই দুই শিল্পী। ‘বেসামাল’ নামের গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা। সুর করেছেন বেলাল খান। সংগীতায়োজন করেছেন শোভন রায়। এছাড়াও র্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন র্যাপাস্তা দাদু। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। তাতেও একসঙ্গে হাজির হয়েছেন এই জুটি। ভাংড়া রিদমিক ফিল্মি ধাঁচের এই গানে অভিনয় করেছেন হামজা ও আরিয়ানা। নতুন গান নিয়ে বেলাল খান বলেন, সামনে পূজা। তাই গানটিতে ফেস্টিভ একটা মুড রাখার চেষ্টা করেছি। দর্শকদের দারুণ আনন্দ দেবে।