আসন্ন ঈদে দীপ্ত টিভিতে আসছে ‘সাহসিকা টু’

আসন্ন ঈদে দীপ্ত টিভিতে আসছে ‘সাহসিকা টু’

অনলাইন ডেস্ক :

তারিন জাহান, রাফিয়াথ রশীদ মিথিলা ও তানজিন তিশা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘সাহসিকা’ নামে একটি ফিচার ফিল্মে। গত বছরের ঈদুল আজহায় দীপ্ত টিভিতে প্রচারের পর দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল এটি। আসন্ন ঈদ উপলক্ষে এবার আসছে ‘সাহসিকা টু’। প্রথমটির মতো এবারের গল্পও একজন নারীকে কেন্দ্র করে। তবে গল্পে আগেরটির সঙ্গে কোনো মিল নেই। শুধু তাই নয়, দ্বিতীয় পার্টে এসে বদলে গেছে নির্মাতা-অভিনয়শিল্পী। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, তারিন, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। পরিচালনায় আছেন জিবরান তানভীর। তিনি জানান, সম্পূর্ণ নতুন আঙ্গিক ও কাহিনির বিস্তার নিয়ে গড়ে উঠেছে ‘সাহসিকা টু’র গল্প। এতে এমন একটি বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে, যা সমাজে অহরহ ঘটছে। কিন্তু সে সম্পর্কে কেউই মুখ খুলছেন না। কী সেই গল্প? তা জানতে সিনেমাটি দেখার আহ্বান জানান পরিচালক। কাজী জাহিন হাসানের গল্প ভাবনা ও প্রযোজনায় এর চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *