আসিফ ইকবাল সেরা গীতিকার হিসেবে মনোয়ন পেলেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস এ

আসিফ ইকবাল সেরা গীতিকার হিসেবে মনোয়ন পেলেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস এ

অনলাইন ডেস্ক :

পঞ্চমবারের মতো কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে আলোচিত ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। চার বছর ধরে বলিউডের পাশাপাশি টলিউড সিনেমার জন্যেও এই পুরস্কার প্রথা চালু করেছে কর্তৃপক্ষ। আর তাতে এবারই প্রথম বাংলাদেশের কোনও গীতিকবি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

‘অল্প হলেও সত্যি’ সিনেমার ‘মায়ার কাঙাল আমি’ গানটির জন্য এই মনোনয়ন পান দেশের অন্যতম গীতিকবি আসিফ ইকবাল। সৌম্যজিৎ আদকের পরিচালনায় ২০২১ সালে টলিউডে মুক্তি পায় ছবিটি। এতে অভিনয় করেন সৌরভ দাশ, ঋষভ, দর্শনা বণিক প্রমুখ। অন্যদিকে ‘মায়ার কাঙাল আমি’ গানটি অমিত-ঈষানের সুরে গেয়েছেন ঈষান। যিনি একই গানের জন্য প্লেব্যাক শিল্পীর নমিনেশনও পেয়েছেন এই আসরে।

‘অল্প হলেও সত্যি’ সিনেমার ‘মায়ার কাঙাল আমি’ গানটির জন্য এই মনোনয়ন পান দেশের অন্যতম গীতিকবি আসিফ ইকবাল। সৌম্যজিৎ আদকের পরিচালনায় ২০২১ সালে টলিউডে মুক্তি পায় ছবিটি। এতে অভিনয় করেন সৌরভ দাশ, ঋষভ, দর্শনা বণিক প্রমুখ। অন্যদিকে ‘মায়ার কাঙাল আমি’ গানটি অমিত-ঈষানের সুরে গেয়েছেন ঈষান। যিনি একই গানের জন্য প্লেব্যাক শিল্পীর নমিনেশনও পেয়েছেন এই আসরে।

এবারের আসরটি বসছে ১৭ মার্চ কলকাতায়। সেখানে যাওয়ার আমন্ত্রণ এরমধ্যে পৌঁছেছে ‘এই দূর পরবাসে’-খ্যাত গীতিকবি আসিফ ইকবালের হাতে।

ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’র এবারের আসরে আসিফ ইকবালের সঙ্গে সেরা গীতিকবির আরও নমিনেশন পেয়েছেন সৃজাত, অনুপম, নীলাঞ্জন চক্রবর্তী, সাকী ব্যানার্জি ও শিবব্রত বিশ্বাস।

প্রসঙ্গত, তিন দশকেরও বেশি সময় ধরে গান লিখেছেন আসিফ ইকবাল। মূলত ব্যান্ড ও আধুনিক ঘরানার গান রচনা করেছেন বেশি। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার থিম সং ‘যদি লক্ষ্য থাকে অটুট’,  রাশেদের ‘আমি খুঁজেছি তোমায় মাগো’, আইয়ুব বাচ্চুর ‘ভাঙা মন নিয়ে তুমি’, জেমসের ‘অনন্যা’, নকীব খানের ‘স্বপ্ন জড়ানো’, আর্কের ‘এই দূর পরবাসে’, এলিটা-শোয়েবের ‘ঘুম হয়ে’, মাহাদী-এলিটার ‘হৃদয়ের ঝড়ে’, পারভেজ এর ‘জীবনের আয়না’সহ অসংখ্য জনপ্রিয় ও সমৃদ্ধ আধুনিক গান রচনা করেছেন তিনি। তার মধ্যে ২০১২ সালে গানচিলের ব্যানারে প্রকাশিত ‘অভিমানী আকাশ’ অ্যালবামে আসিফ ইকবাল এর লেখা এবং রাকিব মোসাব্বিরের সুর ও সঙ্গীতে পারভেজের গাওয়া জনপ্রিয় ‘জীবনের আয়না’ গানটি সাম্প্রতিক সময়ে টিকটকেও ভাইরাল হয়েছে।

বর্তমানে তিনি গীতিকবি সংঘের অন্যতম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *