আড়ালে থাকার কারণ জানালেন হাসান

আড়ালে থাকার কারণ জানালেন হাসান

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান। তিন এক দশকেরও বেশি সময় গানের ভুবন থেকে দূরে ছিলেন। এ সময় বিভিন্ন মাধ্যমে ডিজিটালি তার পুরনো গানগুলো শোনা গেলেও নতুন কোনো গান প্রকাশ্যে আসেনি। এমনকি কোনো স্টেজ শো-তেও ছিলো না তার পদচারণা। ফের বিরতি ভেঙেছে হাসান। বর্তমান সময়ে তার ব্যান্ড আর্কের নতুন গান এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। হাসান অনুরাগীদের প্রশ্ন হলো- কেন এতদিন গানের ভুবন থেকে নিজেকে আড়ালে রেখেছিলেন এই গায়ক? জবাব দিয়েছেন হাসান নিজেই। একটি গণমাধ্যমকে তিনি জানান, ‘পাইরেসি মহামারি আকার ধারণ করেছিলো। অডিও কোম্পানিগুলোও নিষ্ক্রিয় হয়ে পড়ছিলো। রয়্যালিটি নিয়েও চলছিলো আন্দোলন। ব্যান্ড লাইন আপও এলোমেলো হয়ে পড়েছিলো। ধারাবাহিকভাবে কাজ করা সহজ ছিলো না। এ কারণেই গানের ভুবন থেকে আড়ালে চলে গিয়েছিলাম।’ হাসান আরও বলেন, ‘শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছি, আগে বা পরে বিরতি ভাঙতেই হতো। চলতি বছরেই একটি নতুন গান প্রকাশের ইচ্ছা আছে। সেটি আমার একক গান হতে পারে, কিংবা আর্ক ব্যান্ডের নতুন আয়োজনও হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *