ইউটিউবে তুমুল প্রশংসা পাচ্ছে নাটক ‘২১ বছর পরে’

ইউটিউবে তুমুল প্রশংসা পাচ্ছে নাটক ‘২১ বছর পরে’

বিনোদন ডেস্ক :

মা ও ছেলের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘২১ বছর পরে’। কোরবানি ঈদে সেরা নাটকগুলোর একটি বলা যেতে পারে এটিকে। এ নাটকের গল্পে মায়ের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু আর ছেলের চরিত্রে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ‘২১ বছর পরে’ নাটকটি ফেসবুক ও ইউটিউবে তুমুল প্রশংসা পাচ্ছে। শুধু দেশে নয়, ভারত থেকেও নাটকটি দেখে অনেকে মুগ্ধতার কথা জানাচ্ছেন। সবাই প্রশংসা করছেন অপূর্বর অভিনয়ের। মুনীরা মিঠুর অভিনয়ও মনে ধরেছে দর্শকের। একজন দর্শক ইউটিউবের কমেন্ট-বক্সে মন্তব্য করেছেন, ‘কাঁদিয়ে দিলে’ এক কথায় অসাধারণ নাটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *