বিনোদন ডেস্ক :
এই প্রজন্মের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির রচনা-পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘অদ-ভূত’ প্রচারিত হয়েছে ঈদের তৃতীয় দিন রাতে। ভৌতিক-কমেডি গল্পে ‘অদ-ভূত’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সাবিলা নূর, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, পাভেল, আব্দুল্লাহ রানা প্রমুখ। নাটকটি প্রচারের পর থেকে ব্যাপক সাড়া ফেলে এটি। এতটাই যে, প্রকাশের একদিন পার না হতেই, মাত্র ২০ ঘণ্টায় নাটকটি ১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। তাতেই বোঝায় যাচ্ছে ‘অদ-ভূত’ ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে। নাটক ভিত্তিক বিভিন্ন অনলাইন গ্রুপেও চলছে ‘অদ-ভূত’ নাটক নিয়ে আলোচনা।