শিমুল খান | অনলাইন ডেস্ক |
জিম অভিনীত নাটক “সিক্রেট গার্লফ্রেন্ড” আছে ইউটুভ ট্রেন্ডিং এ । যা নিয়ে বেশ আনন্দিত এই নবাগত নাইকা। নাটকটি পরিচালনায় ছিলো বাবু সিদ্দিকী। নাটক টি একটি বেসরকারি টেলিভিশন “এন টি ভি” প্রচার হওয়ার পর বেশ প্রশংসা পেয়েছে।
এ নিয়ে জিম বলেন, আমি সব সময় চাই কাজ কম করলেও যেই কাজ গুলো করবো সেগুলো যেন মানুষ পছন্দ করে। তাই আমার এই নাটকটি মানুষ পছন্দ করায় আমি খুব আনন্দিত।
এ ছাড়াও সামনে আরো বেশ কিছু নাটক এর কাজ হাতে রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com