বিনোদন ডেস্ক :
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিথে’। শ্রীলংকার তরুণী ইয়োহানি ডি সিলভার গাওয়া গানটির সুর ও গায়কীর মায়াজালে মজেছেন সাধারণ শ্রোতাদের পাশাপাশি বহু তারকারাও। ইয়োহানি ২০১৯ সাল থেকে ইউটিউব চ্যানেলে নিজের গাওয়া গান প্রকাশ করেন। কিন্তু তার ভাগ্যের চাকা ঘুরে গেল চলতি বছরে। ‘মানিকে মাগে হিথে’ গান দিয়েই ইয়োহানি এখন সুপারহিট। পাশাপাশি মোটা অংকের অর্থও আয় করেছেন এ ভাইরালকন্যা। তার আগস্ট মাসের আয় শুনলেই যে কারও চোখ কপালে উঠে যাবে। ইয়োহানি ইউটিউব থেকে আগস্ট মাসেই নাকি আয় করেছেন ৬৯ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় ৫৮ লক্ষ ৭৯ হাজার ৪০২ টাকা।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com