ইফতার পার্টিতে নজর কাড়লেন শাহরুখ-সালমান

ইফতার পার্টিতে নজর কাড়লেন শাহরুখ-সালমান

অনলাইন ডেস্ক :

দীর্ঘসময় মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান-শাহরুখের। ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে ঘটা একটা ছোট্ট ঘটনা থেকে শুরু মনোমালিন্যের। অবশেষে সব দূরত্ব ভুলে ২০১৪ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে সালমানকে বুকে টেনে নিয়েছিলেন শাহরুখ। এ বছর আরও একবার বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে হাজির শাহরুখ-সালমান।

এদিন দুই খানের পোশাকে ধরা পড়ল রঙের মিল। করোনার জেরে দু-বছর বন্ধ থাকবার পর চলতি বছর ফের একবার মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকী আয়োজন করেছিলেন গ্র্যান্ড ইফতার পার্টির। আর সেখানে হাজির থাকলেন সালমান, শাহরুখ, হিনা খান, এশা গুপ্তারা। এদিন কালো শার্ট ও ব্লু ডেনিমে ইফতার পার্টিতে হাজির ছিলেন সালমান।

অন্যদিকে কালো পাঠানি স্যুটে পার্টির শোভা বাড়ালেন কিং খান। শনিবার (১৬ এপ্রিল) রাতে রণবীর-আলিয়ার রিসেপশনে মুখ দেখাননি শাহরুখ। এবার অবশ্য তেমনটা ঘটল না। রীতিমতো ‘সালাম’ ঠুকতে দেখা গেল বাদশাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *