অনলাইন ডেস্ক :
ইমতিয়াজ মেহেদী হাসানের কথা ও সুরে শিগগিরই আসছে ‘বাবা’ শিরোনামের একটি হৃদয়স্পর্শী গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী এস এম সোহেল।
এস ডি সাগরের সঙ্গীতায়োজনে গানটি দেশের ঐতিহ্যবাহী সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, ‘বাবা’ আমার কাছে এক সংজ্ঞাহীন অনুভূতির নাম। হাত ধরে হাঁটতে শেখানো থেকে শুরু করে সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলা, কোথায় নেই তার অবদান? অথচ বেশিরভাগ ক্ষেত্রেই তপ্ত রোদে সন্তানের এক টুকরো মেঘ হয়ে থাকা এই মানুষটি রয়ে যায় অন্তরালে। সন্তানের ভবিষ্যতের জন্য নিজের বর্তমানকে হাসিমুখে বিসর্জন দেওয়া সেই বাবার জন্যই আমার এবারকার নিবেদন ‘বাবা’। আশাকরি, গানটি আপনাদের ভালো লাগবে।