অনলাইন ডেস্ক :
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত নতুন সিনেমায় অভিনয় করছেন। কয়েকদিন ধরেই নির্মাতা ও তার টিম ঘুরে বেড়াচ্ছে রাজধানীর নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্কের কিছু স্থানসহ বসুন্ধরার সোলমাইদ এলাকা। জানা গেছে, ‘ফেরেশতে’ নামের ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য করেছেন অতাশ জমজম। সোমবার (৪ এপ্রিল) বসুন্ধরার সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট এন্ড রেস্টুরেন্টসহ আশেপাশের এলাকায় জয়া আহসানকে নিয়ে শুটিং করছেন। তার সঙ্গে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু। দুজনই বস্তিতে বসবাসকারীর পোশাকে রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে। তবে বিষয়টি নিয়ে জয়ার কাছে জানতে চাইলে, তিনি এ বিষয়ে খুব শিগগিরই কথা বললেন বলে জানান। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ‘সিএনজি’ নামে এই ছবিটি শুটিংয়ের অনুমতি পেয়েছে। গত ১৩ মার্চ তারা অনুমতি পায়।