অনলাইন ডেস্ক :
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে আছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য। তার একটু সামনে দাঁড়িয়ে কথা বলছেন নাগার বাবা গুণী অভিনেতা নাগার্জুনা। নাগা চৈতন্যর ডান পাশে দাঁড়ানো তেলেগু সিনেমার চিত্রনায়িকা ডাকশা নাগরকার। এর ফাঁকে একটু ঘুরে ডাকশার দিকে তাকান নাগা। আর তাতে ভ্রু নাচিয়ে হেসে ফেলেন ডাকশা। নাগাও কম যান না মুচকি হাসিতে মাত করেন নায়িকার মন। মঞ্চে দাঁড়িয়ে নায়িকার সঙ্গে নাগার লুকোচুরি রোমান্স অন্তর্জালে মুগ্ধতা ছড়াচ্ছে। মল ঘটনা হলো—খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে ‘বাঙ্গাররাজু’ সিনেমাটি। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নাগা চৈতন্য ও ডাকশা। সিনেমাটির প্রচারে গিয়ে এমন রোমান্সে মাতেন এই যুগল। কয়েক সেকেন্ডের এই রোমান্টিক ভিডিওটি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। যা দেখে নেটিজেনদের মুগ্ধতার শেষ নেই! সন্তোষ নামে একজন লিখেছেন, ‘কী অভিব্যক্তি! অসাধারণ!’ থুমা নামে একজন লিখেছেন, ‘ওয়াও! নাগা-ডাকশার দুর্দান্ত অভিব্যক্তি।’