অনলাইন ডেস্ক :
ফ্যাশন হাউজ ইয়েস পয়েন্ট বরাবরই তাদের পোশাকে নতুনত্ব নিয়ে আসে। প্রতিটি উপলক্ষে নতুন ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয়।
ক্রেতাদের সাধ্যের ভিতরে রয়েছে সব ধরনের পোশাক। এবারের রয়েছে বাহারি ডিজাইনের পোশাক। হাউসটিতে রয়েছে ছেলেদের সব ধরনের নান্দনিক পোশাক।
পোশাকের দামের মধ্যে রয়েছে টি শার্ট ৩০০ থেকে ১২৯০ টাকা, শার্ট ১০৯০ থেকে ১৮৯০ টাকা, পাঞ্জাবি ১২৯০ থেকে ৩২৯০ টাকা, প্যান্ট ১৩৯০ থেকে ৩২৯০ টাকা। এছাড়া ছেলেদের সব ধরনের এক্সেসরিজ পাওয়া যায় এই ফ্যাশন হাউজে।
ঢাকাসহ সারাদেশে তাদের আটটি শোরুম রয়েছে। ঢাকা’সহ খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ,কুষ্টিয়া ও বগুড়া তাদের শোরুম এর দেখা মিলবে। সবগুলো শোরুমেই খুচরা ও পাইকারি পোশাক বিক্রি করা হয়।
ঢাকায় ফ্যাশন হাউজটি হল ৪৮ (তৃতীয় তলা ) আজিজ সুপার মার্কেট শাহবাগ , ঢাকা।