নাটক ডেস্ক :
ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘জামাই দুই নম্বরী’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া ও চিত্রনায়ক শিপন মিত্র। কমল সরকার রচিত নাটকটি নির্মাণ করেছেন গুণী চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী। সম্প্রতি রাজধানীর প্রিয়াঙ্কা শূটিং বাড়িতে নাটকটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। এতে আরও অভিনয় করেছে চিত্রনায়িকা তানিন সুবহা, সালেহা আক্তার প্রমুখ। এ প্রসঙ্গে চিত্রনায়িকা কেয়া বলেন, দীর্ঘ সময় পর নাটকে কাজ করলাম। ঈদের নাটক ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ করা যায়। তাই দর্শকদের কথা মাথায় রেখে নাটকটিতে অভিনয় করেছি।