আসছে ঈদকে সামনে রেখে নির্মিত হলো ঈদের বিশেষ একক নাটক ‘তুলা-মকর-মীন’। শাহ্জাহান সৌরভ-এর রচনায় এবং ইমরাউল রাফাত-এর পরিচালনায় এই ঈদের নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরটিভিতে। নাটকের গল্পে দেখা যাবে, তুলা রাশির জাতক আনিস। গ্রামে তার বিশাল পরিচিতি। আশে-পাশে ৫ গ্রামে, বিভিন্ন সময় বাটি চালান বা এই জাতীয় কাজে নির্ভরযোগ্য নাম আনিস। পাশাপাশি সে একজন শিল্পীও। তবে সে তার জীবিকার জন্যে কিছুই করে না। শুধু বাটি চালানে অমানুষিক পরিশ্রম করে খুব সামান্য একটা অংক পায়। যার জন্য সংসারে অনেক অভাব।