ঈদের বিশেষ নাটক ‘মেনু কার্ড’

ঈদের বিশেষ নাটক ‘মেনু কার্ড’

অনলাইন ডেস্ক :

সাব্বিরের মা কোনো কিছু নির্বাচনের ব্যাপারে খুঁতখুঁতে স্বভাবের। যার ব্যতিক্রম হয়নি তার পুত্র সাব্বিরের জন্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রেও।

একে একে প্রায় ২ ডজন মেয়ে দেখে ফেলেছেন তিনি। কিন্তু কাউকেই তার পছন্দ হচ্ছে না!
পছন্দ না হওয়ার কারণ হিসেবে তিনি কারো ক্ষেত্রে দাঁত আঁকা-বাঁকা, কারো আবার চুল ছোট বা চোখ ভালো নয়-এমন হাজারো সমস্যা দেখেন! তবে হুট করে তিনি তার পছন্দ মতো একজন পাত্রী পেয়ে যান।

অহনা নামের সেই পাত্রীর সবদিকে ঠিকঠাক হলেও এখানেও একটি বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়। কিন্তু সেটা কী, তা জানা যাবে ঈদের বিশেষ নাটক ‘মেনু কার্ড’-এর গল্পে।

গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া ও খায়রুল বাশার।

বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইলোরা গহর, পারভেজ আক্তার, সুজিত বিশ্বাস, মান্নাত সৃষ্টি, তানসেন আলম দ্বীপ, আল্পনা ফারিয়া, কেয়া মনি, সুমাইয়া সিনহা, শশি আফরোজ প্রমুখ।
গাজী টিভির ঈদের বিশেষ নাটক ‘মেনু কার্ড’ প্রচার হবে ঈদের ৪র্থ দিন (শনিবার, ২৪ জুলাই) রাত ৯টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *