অনলাইন ডেস্ক :
বিভিন্ন তারকার ভিড়ে এই ঈদে ১৪টি নাটক নিয়ে হাজির হচ্ছেন তারকা অভিনেত্রী তানজিন তিশা। নাটকগুলো হলো- তানিম রহমান অংশুর ‘সাহসিকা’, তুহিন হোসেনের ‘অবসর’; দুটি নাটকই নারী গল্প ভিত্তিক। এছাড়াও মিজানুর রহমান আরিয়ানের ‘হ্যালো শুনছেন’ (আফরান নিশো), ‘এক মুঠো প্রেম’ (আফরান নিশো), ‘কায়কোবাদ’ (আফরান নিশো), ‘পাপ্পু ওয়েডস পিংকি’ (জোভান), ‘ব্যাঙের ছাতা’ (জোভান), ‘ক্রাইম পার্টনার’ (জোভান), ‘ব্যাংকার গার্লফ্রেন্ড’ (জোভান), ‘এক্স যখন কলিগ’ (জোভান), ‘সব চরিত্র বাস্তব’ (তাহসান), ‘ওভার এক্সপেক্টেশন’ (তাহসান) ও আলোক হাসানের ‘লাভ অর ওয়ার’ (ইরফান সাজ্জাদ)।