অনলাইন ডেস্ক :
ছোট পর্দার এই সময়ের ব্যস্ত দুই অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও জান্নাত আক্তার হিমি। সম্প্রতি এই দুই শিল্পী বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে নিলয়-হিমিকে একসঙ্গে দেখা যাবে ১৬টি নাটকে!
তাদের অভিনীত নাটকগুলোর তালিকায় আছে— ‘আইটেম বয়’, ‘চোর প্রেমিক’, ‘ফলস অ্যালার্ম’, ‘শ্বশুরের বিয়ে’, ‘দালাল’, ‘ব্রেকআপ কোন ব্যাপার না’, ‘লাইফ স্যাটেল’, ‘ভাল্লাগেনা’ ও ‘মোবারক’, ‘মেড ইন চীনা’, ‘প্রেম হইতে সাবধান’, ‘দুইশো টাকায় প্রেম’, ‘বিয়াইন সাব থ্রি’, ‘বউয়ের বুদ্ধি’, ‘রকিয়ানা’, ‘বিয়ে আমি করবো না’ ইত্যাদি।
জানা গেছে, এই নাটকগুলো আসছে ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে। এ প্রসঙ্গে নিলয় বলেন, একটা জুটি যখন দর্শক পছন্দ করতে থাকেন, তখন আমরা সহশিল্পীরাই নিজে থেকে চেষ্টা করি একসঙ্গে কাজ করার। হিমি অভিনয়ে আগের চেয়ে অনেক পরিপক্ব। দিন দিন আরও ভালো করবে। কারণ তার মাঝে সেই চেষ্টা ও আগ্রহ আছে।
হিমি বলেন, নিলয় ও আমি জুটি হয়ে বেশকিছু নাটকে অভিনয় করেছি। দর্শকের আগ্রহ দেখেছি, তাঁরা আমাদের একসঙ্গে দেখতে চান। সে কারণে আমরাও চেষ্টা করেছি নিজেদের মতো করে শিডিউল মিলিয়ে কাজ করার।