
অনলাইন ডেস্ক :
ঈদ উপলক্ষে নির্মিত হলো ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বড় মিয়ার শাদী মোবারক’। রিজওয়ান খান-এর রচনায় এটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, প্রভা, সাজু খাদেম, জামিল, নাজনীন চুমকী প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। এই ধারাবাহিক নাটকের গল্পে দেখা যাবে, পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা মোহন মিয়া একজন বনেদী ব্যবসায়ী। ছোট দুই ভাই সুজন মিয়া, সুমন মিয়া এবং প্রয়াত বড় ভাইয়ের স্ত্রী রাবেয়াকে নিয়ে তার পরিবার। মহল্লায় বড় মিয়া নামে পরিচিত মোহন। বয়স ৪৫ বছর হয়ে গেলেও বিয়ে করতে চায় না সে।