অনলাইন ডেস্ক :
কাজল আরেফিন অমি নির্মিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি ইতোমধ্যে বেশ আলোচিত হয়েছে। নাটকটির প্রতিটি চরিত্র মানুষের মনে ও মুখে। নাটকে অভিনয় করা মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, ফারিয়া শাহরিনসহ প্রত্যেকেই পেয়েছে আকাশছোঁয়া জনপ্রিয়তা।
নতুন খবর হলো আসছে রোজার ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন চমক নিয়ে দর্শকদের সামনে আসছেন এই নির্মাতা। আসছে ঈদ উপলক্ষ্যে এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পাশা, কাবিলা, শুভ, হাবু, শিমুল, অন্তরাদের নিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘ব্যাচেলর রমজান’।
নির্মাতা অমি বলেন, ব্যাচেলর পয়েন্ট’ এর অভিনেতাদের নিয়ে এর আগে ব্যাচেলর ট্রিপ, ব্যাচেলর ঈদ ও ব্যাচেলর কোয়ারেন্টাইন নির্মাণ করি। নাটকগুলোতে মজারছলে ব্যাচেলরদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার গল্প দেখিয়েছি। এবার নাটকে আমরা দেখাবো- কাবিলা, পাশা, শুভ, হাবু– এরা রমজানে কী করে? কে রোজা রেখে গোপনে কিছু খেয়ে ফেলে, কে নামাজ পড়ে, কে ঠিক মতো নামাজ পড়ে না, কে একেবারে হাজী হয়ে যায়, কে ঈদকে সামনে রেখে কীভাবে শপিং করে, ডেটিং করে- এসব কিছুই উঠে আসবে এই নাটকে। ‘ব্যাচেলর রমজান’ নাটকটির দর্শক ঈদুল ফিতরের দিন দেখতে পারবেন।