অনলাইন ডেস্ক :
ছোটপর্দার অন্যতম আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি এবার সিনেমার আয়োজনে নাটক বানালেন! ঈদে প্রচারের অপেক্ষায় থাকা নাটকটির নাম ‘দ্য কিডন্যাপার’।
যেখানে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও সাবিলা নূর।
গাজীপুরের গহীন জঙ্গলে থ্রিলার ধাঁচের গল্পে এ নাটকটির শুটিং হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা অমি।
নাটকের গল্প সম্পর্কে নির্মাতা অমি জানান,‘নিশো ভাই একটি মেয়েকে কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে যান। সেখানে তার কাছ থেকে অন্য আরেক দল মেয়েটিকে কিডন্যাপ করে।’
এরপর জঙ্গলের মধ্যে ঘটতে থাকবে ঘটনার মধ্যে একের পর এক ঘটনা। গল্প ও চিত্রনাট্য পরিচালক অমির নিজেরই।
আফরান নিশো-সাবিলা নূর ছাড়াও ‘দ্য কিডন্যাপার’-এ আরও অভিনয় করেন শাহেদ আলী, পাভেল। ঈদে টিভিতে সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে নাটকটি দেখানো হবে বলে জানিয়েছেন ‘একটি সন্দেহের গল্প’ নাটকের নির্মাতা অমি।