মুসলিম ধর্মাবলম্বী সবচেয়ে বড় উৎসব আসন্ন ঈদুল আজহা সামনে রেখে নতুন একটি ম্যাশআপ নিয়ে আসছেন হাসান শামস ইকবাল ও দৃষ্টি আনাম। ‘বন্ধুয়া ২.০’ শিরোনামের ম্যাশআপটিতে ‘আমার বন্ধুয়া বিহনে’সহ বেশ কয়েকটি পুরনো জনপ্রিয় বাংলা গান দিয়ে সাজানো হয়েছে। এটি উন্মুক্ত করা হবে গায়ক হাসানের নিজের ইউটিউব চ্যানেলে। এ প্রসঙ্গে হাসান বলেন, এরইমধ্যে গানটির রেকর্ডিংয়ের সব কাজ সম্পন্ন হয়েছে। লকডাউন শেষ হলেই আমরা ভিডিও নির্মাণ করে ফেলব। আমাদের জুটির অন্যান্য গানগুলোর মতো এটিও শ্রোতারা পছন্দ করবেন আশা করি। দৃষ্টি আনাম বলেন, খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।