অনলাইন ডেস্ক :
শিশুশিল্পী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করা দীঘি এখন ঢাকাই সিনেমায় নায়িকা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা। এই ঈদেও তাকে পাওয়া যাবে। তবে সিনেমায় নয়, মিউজিক ভিডিওতে।
প্রথমবারের মতো আরটিভি মিউজিকের ব্যানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন দীঘি। ‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটি সুর-সংগীত আয়োজন করেছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন। গীতিকার মিজানুর রহমানের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন আরটিভির বাংলার গায়েনের শিল্পী লাবনী।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন উজ্জল রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। সম্প্রতি আরটিভির স্টুডিওতে জমকালো আয়োজনে এর ভিডিও নির্মিত হয়। মিউজিক ভিডিও প্রসঙ্গে দীঘি বলেন, কাজটি ব্যতিক্রম ধরনের হয়েছে। মনে হচ্ছিল যেন মিউজিক ভিডিও নয়, সিনেমার গানের শুটিং করছি। ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করছি দর্শকরাও এটি পছন্দ করবেন।