অনলাইন ডেস্ক :
ঈদ উপলক্ষে দেশের প্রতিটি টিভি চ্যানেল বিনোদনের পসরা সাজিয়ে রাখে দর্শকদের জন্য। প্রায় প্রতিটি চ্যানেলেরই ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায় একমাস আগে থেকেই। সেই ধারাবাহিকতায় এবার সিনেমা পাগল দর্শকদের জন্য দীপ্ত টিভিতে প্রচারিত হবে এ বছরের আলোচিত দুটি ছবি- মিশন এক্সট্রিম ও রাত জাগা ফুল।
সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিভি কর্তৃপক্ষ। ঈদের দিন দুপুর ২টায় প্রচারিত হবে ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার পরিচালিত সিনেমা ‘মিশন এক্সট্রিম‘। অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপুসহ অনেকে।
ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টায় প্রচারিত হবে মীর সাব্বির পরিচালিত সিনেমা ‘রাত জাগা ফুল‘। সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। সিনেমাটিতে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, জান্নাতুল ফেরদৌস ঐশী, আবু হোরায়রা তানভীরসহ অনেকে।