অনলাইন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় জুটি তাহসান-মিমকে নাটকে দেখা যাবে কিনা, তা নিয়ে অনেকেই সংশয়ে ছিলেন। তাহসান বেশ কিছুদিন ধরে দেশের বাইরে ছিলেন। মিমও বিয়ে, হানিমুন, নতুন সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এদিকে তাহসানের সঙ্গে বিদ্যা সিনহা মিমের খুবই ভালো সম্পর্ক। একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। বিজ্ঞাপনে মডেলও হয়েছেন তাঁরা একসঙ্গে। সে ধারাবাহিকতায় তাঁরা দুজন আবারও এক হচ্ছেন ঈদের নাটকে। এবার ঈদেও এই তারকারা জুটি বেঁধেছেন তিনটি নাটকে।
এরই মধ্যেই মাবরুর রশীদ বান্নাহর ‘আদার হাফ’ ও মাহমুদুর রহমান হিমির ‘অবশেষে’ নাটকের শুটিং শেষ করেছেন তাহসান-মিম। আর কিছুদিনের মধ্যেই ‘মরিবার হলো তার সাধ’ নাটকের শুটিং করবেন তারা। এটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।
এ প্রসঙ্গে তাহসান বলেন, আমরা একসঙ্গে যে খুব বেশি কাজ করেছি, তা কিন্তু না। তবে যে ক’টি করেছি, দর্শক তা পছন্দ করেছেন। আশাকরি এবারের কাজ গুলো দর্শকদের ভালো লাগবে।
মিম বলেন, এর আগেও জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছি আমরা। এবার ঈদে ভক্তদের কথা বিবেচনা করে তিনটি নাটকের কাজ করছি। গল্প শোনার পর তো ভালো লেগেছে, এরপর যখন জানলাম সহশিল্পী তাহসান ভাই, তখন রাজি হয়ে গেলাম।