ঈদে নানা রূপে মিথিলা

ঈদে নানা রূপে মিথিলা

অনলাইন ডেস্ক :

বছরজুড়ে নানা কাজ করলেও উৎসবকে কেন্দ্র করে অভিনয় শিল্পীদের আলাদা পরিকল্পনা থাকে। এবার আসন্ন কোরবানি ঈদে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও বিশেষ কিছু কাজ নিয়ে হাজির হচ্ছেন। মোট ১০টি কাজে এবার তাকে দেখা যাবে। ১০টির মধ্যে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর একটি আবু হায়াত মাহমুদের পরিচালনায়। নাম ‘টিয়া পাখি’। আরেকটা রবিউল আলম রবির ‘উনলৌকিক’। দেখা যাবে ওটিটি প্ল্যাটফরম চরকিতে। সহশিল্পী ইরেশ যাকের। ঈদের কাজ নিয়ে কলকাতা থেকে এ অভিনেত্রী বলেন, এবার দর্শক আমার ১০টা কাজ দেখতে পাবেন। কাজগুলোতে নানা রূপে দেখা যাবে আমাকে। কোনো চরিত্রের সঙ্গে কোনোটার মিল নেই। কখনো আমি আইনজীবী, কখনো চোর, কখনো রিয়েলিটি শোয়ের উপস্থাপক, কখনো পরিচালক, কখনো এনজিওকর্মী আবার কখনো সেলস গার্ল। আর প্রতিটা চরিত্রই নারীকেন্দ্রিক। এবার গল্প নির্বাচনের ক্ষেত্রে নারী প্রধান চরিত্রগুলোকেই প্রাধান্য দিয়েছি। আশা করি দর্শকের ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *