আসছে ঈদুল আজহাকে সামনে রেখে তৈরি হয়েছে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘প্যাচিং ম্যাচিং’। পরিচালনায় আশরাফী মিঠু। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, শ্যামল মাওলা ও সারিকা সাবরিন। নাটকটি গড়ে উঠেছে মিশুক, শিশির ও শেলী নামের তিন তরুণ-তরুণীকে কেন্দ্র করে। তিনজনই যার যার সামাজিক অবস্থান সম্পর্কে একে অপরের কাছে বাড়িয়ে বলে, লুকিয়ে রাখে আসল পরিচয়। কিন্তু একসময় জানা যায় তিনজনের জীবনের প্রকৃত সত্যটা। নাগরিক টিভির ঈদ আয়োজনে প্রচার হবে ‘প্যাচিং ম্যাচিং’। প্রচার হবে ঈদের দিন থেকে টানা সাত দিন রাত ১০টা ৪৫ মিনিটে।