ঈদে বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানে নীহার আহমেদ এর দুই গান

ঈদে বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানে নীহার আহমেদ এর দুই গান

অনলাইন ডেস্ক :

একজন শুদ্ধ গীতিকবি হিসেবে তরুণ নীহার আহমেদ সঙ্গীতাঙ্গণে জায়গা করে নিয়েছেন। প্রথাগত ও প্রচলিত চটুল ধারার গান থেকে নিজেকে বিরত রেখে গানের কথার গভীর ভাব ও ভাবনা বজায় রাখার কারণে তার গানের প্রতি শিল্পীদের আলাদা আগ্রহ রয়েছে।

এ ধারাবাহিকতায় আগামী কোরবানী ঈদে বিটিভির দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলার জন্য দুইটি গান লেখার দায়িত্ব তাকে দেয়া হয়েছে। গান দুটির মধ্যে একটি হলো অনুষ্ঠানের শিরোনামকেন্দ্রিক। গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও ক্ষুদে গানরাজ খ্যাত ঈশিকা। অন্যটি ‘ঈদের মহিমা’ নিয়ে। এ গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত রাজীব, সাব্বির জামান, নিশীতা বড়ুয়া ও লিজা। গান দুটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান এবং সংগীতায়োজন করেছেন শোভন রায়।

নীহার আহমেদ বলেন, বিটিভির ঈদ আনন্দমেলায় গান লিখতে পারা একটি ভালো সুযোগ। এ অনুষ্ঠানের গান দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। এখনো আনন্দমেলার গান দর্শকদের মুখে মুখে ফেরে। এমন একটি অনুষ্ঠানের গান লিখতে পেরে নিজের কাছে ভাল লাগছে। গীতিকার হিসেবে আনন্দ মেলার টাইটেল গানসহ দুটি গান লেখার সুযোগ পাওয়া অবশ্যই আমার জন্য ভীষণ আনন্দের ব্যাপার।

উল্লেখ্য, ২০০৩ সালে বিটিভির ঈদের একটি সঙ্গীতানুষ্ঠানে গান লেখার মাধ্যমে গীতিকার হিসেবে নীহার আহমেদের আত্মপ্রকাশ ঘটে। তার লেখা প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা ও দ্বিতীয় গানে সাবিনা ইয়াসমীন। ২০০৬ সালে মিক্সড অ্যালবাম ‘গদ্যপদ্য’র টাইটেলসহ চারটি গান লিখে গীতিকার হিসেবে পরিচিত লাভ করেন। এর মধ্যে ‘গদ্যপদ্য’ গানটি শ্রোতামহলে প্রশংসিত হয়।

তার লেখা গান মো. রফিকুল আলম, মুজিব পরদেশী, আশরাফ উদাস, অ্যান্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, মনির খান, আসিফ আকবর, তাহসান খান, এসডি রুবেলসহ আরও অনেকে গেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *