অনলাইন ডেস্ক :
জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির বেশ কয়েক বছর ধরে নাটক পরিচালনা করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের জন্য এক ঘণ্টার একটি নাটক পরিচালনা করেছেন তিনি।
নাটকটির নাম ‘চড়ুইভাতি বিয়ে’। পরিচালনার পাশাপাশি নাটকটি লিখেছেনও তিনি। একইসঙ্গে নাটকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন ভাবনা।
এদিকে মীর সাব্বির এবারের ঈদের জন্য ২টি ৭ পর্বের ধারাবাহিক নাটকের শুটিং শেষ করেছেন। একটি বর্ণ নাথ পরিচালিত ‘রসিক লাল’, অন্যটি আমীরুল ইসলাম অরুণ পরিচালিত ‘ঘাটের মরা জেনারেল স্টোর’।
এ ছাড়া, ১১ এপ্রিল থেকে নতুন আরও একটি ৭ পর্বের ঈদের নাটকের শুটিং শুরু করবেন মীর সাব্বির। এই নাটকের নাম ‘পাংকু আবুল’। নাটকটি পরিচালনা করবেন সাইদুর রহমান রাসেল।
পাশাপাশি, কিছুদিন পর হানিফ সংকেতের পরিচালনায় এক ঘণ্টার একটি নাটকের শুটিং করবেন মীর সাব্বির। সবমিলিয়ে সামনে ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় কাটবে তার।
তথ্যসূত্র : ডেইলি স্টার।