নিউজ ডেস্ক :
আসন্ন ঈদুল আযহার একটি নাটকে একসঙ্গে দেখা যাবে চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা তানিন সুবহাকে । নাটকের নাম ‘ভালবাসার রং তামাশা’। মীর্জা রাকিবের রচনায় এটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। সম্প্রতি নাটকটির শুটিং রাজধানীর তিন’শ ফিটের বিভিন্ন মনোরম লোকেশনে শেষ হয়েছে।
শিপন-তানিন প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন। নাটকটিতে তানিন সুবাহর চরিত্রটির নাম রুবি। শিপন মিত্র রয়েছেন বাবু চরিত্রে।
এ প্রসঙ্গে তানিন সুবহা বলেন, নাটকটির গল্পে রোমান্টিক ও রম্য। এ ধরনের গল্পে আগে কখনো কাজ করিনি। চমৎকার একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। আশা করছি কেউ নিরাশ হবেন না। দর্শকদের নাটকটি ভালো লাগবে।
এতে আরো অভিনয় করেছেন মানসী প্রকৃতি, আনিক রহমান অভি, শবনম পারভীন প্রমুখ।
আসছে ঈদুল আজহায় বেসরকারি টিভি চ্যানেল বৈশাখীতে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
উল্লেখ, তানিন সুবহা এখন ব্যবসা নিয়ে ব্যস্ত। তার পাশাপাশি বেছে বেছে কাজ করছেন। সামনে তার অভিনীত সিনেমা ‘বীর মাতা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এছাড়া তার হাতে রয়েছে বেশ কয়েকটি ভালো কাজ।ঈদে শিপন ও তানিনের ‘ভালোবাসার রং তামাশা’