ঈদে সিএমভি’র ব্যানারে তারকাবহুল ১৭ নাটক

ঈদে সিএমভি’র ব্যানারে তারকাবহুল ১৭ নাটক

অনলাইন ডেস্ক :

এবারের ঈদে দর্শকদের চমকে দেয়ার অপেক্ষায় আছে দেশের অন্যতম প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি। প্রতিষ্ঠানটি এরই মধ্যে গুছিয়ে ফেলেছে তারকাবহুল ১৭টি বিশেষ ফিকশনের কাজ। যাতে অভিনয় করেছেন এক ডজনেরও বেশি তারকাশিল্পী। তারকাই নয়, রয়েছে গল্প ও নির্মাণ বৈচিত্র্য। যা ধারাবাহিকভাবে ঈদের আগে থেকেই উন্মুক্ত হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। এমনটাই নিশ্চিত করেছেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।

সিএমভি প্রযোজিত নাটকের তালিকায় রয়েছে মহিদুল মহিম পরিচালিত আফরান নিশো-মেহজাবীন অভিনীত ‘যাদু’, অপূর্ব-সাবিলা অভিনীত ও জাকারিয়া সৌখিন নির্মিত ‌‘ডিগবাজি’, মহিদুল মহিম পরিচালিত একই জুটির ‘প্রিয়জন’, একই পরিচালকের অপূর্ব-মেহজাবীন অভিনীত ‘উড়ো প্রেম’, জোভান-তানজিন তিশার ‘লাভ ট্রিপ’, অনন্য ইমন পরিচালিত জোভান-মেহজাবীনের ‘গ্রেট গার্লফ্রেন্ড’, রুবেল হাসান পরিচালিত অপূর্ব-মেহজাবীনের ‘মিস্টার অভিনেতা’, জাকারিয়া সৌখিন পরিচালিত জোভান-কেয়া পায়েলের ‘চমন বাহার’, একই পরিচালকের ফারহান-তিশা অভিনীত ‘ওয়েডিং ক্রাশ’, শিহাব শাহীনের পরিচালনায় অপূর্ব-সাবিলার ‘অঘটন’, একই পরিচালকের ইয়াশ-মেহজাবীন অভিনীত ‘মিম্মি’ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *