ঈদে ৬ গান নিয়ে নীহার আহমেদ

ঈদে ৬ গান নিয়ে নীহার আহমেদ

অনলাইন ডেস্ক :

আরটিভির ঈদের বিশেষ দুটি সংগীতানুষ্ঠান ‘ক্লাব ইয়ং স্টার’ এবং ‘স্টুডিও বাংলার গায়েন’র জন্য ছয়টি গান লিখেছেন নীহার আহমেদ। ঈদের দিন ও ঈদের পরের দিন বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিতব্য অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন আরজু আহমেদ। শোভন রায়ের সুর ও সংগীতে গানগুলো গেয়েছেন আরটিভি রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ ও ‘বাংলার গায়েন’র শিল্পী জাহিদ অন্তু, সোহেল ভেরো, অঙ্কিতা মল্লিক, লিটা সরকার, সীমা রহমান ও নিশি শ্রাবণী। এ সম্পর্কে নীহার আহমেদ জানান, ঈদের বিশেষ অনুষ্ঠানে গান লিখতে পারা অবশ্যই আনন্দের বিষয়।

আরটিভি ও শোভন রায়কে ধন্যবাদ, আমাকে ছয়টি গান লেখার সুযোগ করে দেওয়ার জন্য। মডার্ন ও ফোক ধাঁচের গানগুলোর কথাতে চেষ্টা করেছি আমাকে তুলে ধরার। আশা করছি দর্শক ও শ্রোতাদের ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *