উত্তম-সুচিত্রার ১৭টি কালজয়ী সিনেমা ওটিটি প্লাটফর্মে

উত্তম-সুচিত্রার ১৭টি কালজয়ী সিনেমা ওটিটি প্লাটফর্মে

বিনোদন ডেস্ক :

বাংলা ভাষার সিনেমার কালজয়ী জুটি উত্তম-সুচিত্রার ১৭টি ক্ল্যাসিক সিনেমা স্থান পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।

কালজয়ী এই জুটির ওটিটি প্লাটফর্ম এ প্রকাশিত সিনেমাগুলো হলো-শিল্পী, পথে হল দেরী, ইন্দ্রানী, সাড়ে চুয়াত্তর, এন্টনি ফিরিঙ্গি, দেবী চৌধুরানী, হার মানা হার, সাগরীকা, বিপাশা, ওরা থাকে ওধারে, অগ্নিপরীক্ষা, দেয়া নেয়া, চৌরঙ্গী, দুই পৃথিবী, দ্বীপ জ্বেলে যায়, উপহার ও সন্ন্যাসী রাজা।

উত্তম-সুচিত্রা অভিনীত এই সিনেমাগুলো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে ৩১ মার্চ রাত্রি থেকে বিশ্বব্যাপী দেখা যাচ্ছে।

ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতে ‘মহানায়ক’-খ্যাত উত্তম কুমার খুব অল্প সময়েই বাঙালির মন জয় করে নিয়েছিলেন। বাংলাদেশে জন্ম নেয়া সুচিত্রা সেন ছিলেন উত্তম কুমারের সঙ্গে নায়িকা চরিত্রে অভিনয় করা সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। সেসময় উত্তম-সুচিত্রা জুটির ছবি মানেই ছিল সুপার ডুপার হিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *