উপস্থাপনা করে ১৪ সপ্তাহে সালমান নিবে ৩৫০ কোটি!

উপস্থাপনা করে ১৪ সপ্তাহে সালমান নিবে ৩৫০ কোটি!

অনলাইন ডেস্ক :

বলিউড নির্মাতা ও উপস্থাপক করন জোহররে উপস্থাপনায় শেষ হলো রিয়ালিটি শো ‘ওটিটি বিগবস’। শিগগিরই শুরু হবে জনপ্রিয় এই রিয়ালিটি শোয়ের ১৫তম আসর। সেখানে উপস্থাপনা করবেন বলিউড ভাইজান সালমান খান। এরইমধ্যে এই শোয়ের দুটি প্রোমো প্রকাশ হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘বিগবস’-এর নতুন সিজন চলবে টানা ১৪ সপ্তাহ। এমনটাই নাকি পরিকল্পনা করেছেন শোয়ের নির্মাতারা। এই শোয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সামলান? টাকার অংকটা শুনলে একটু চমকে উঠবেন যে কেউ। জানা গেছে, শোয়ের উপস্থাপনার জন্য ৩৫০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন ভাইজান। অবশ্য পারিশ্রমিক বাড়ানোর কথা গত সিজনেই জানিয়েছিলেন এই সুপারস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *