
অনলাইন ডেস্ক :
ডিন কেইন সম্প্রতি জনপ্রিয় ম্যাগাজিন ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তার ‘লয়িস অ্যান্ড ক্লার্ক: দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অব সুপারম্যান’ সিরিজের সময়কার অভিজ্ঞতা স্মরণ করেছেন। ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এ-বিসি চ্যানেলে প্রচারিত এই সিরিজে সুপারম্যানের ভূমিকায় অভিনয় করেন ডিন কেইন। তার বিপরীতে লয়িস লেন চরিত্রে ছিলেন অভিনেত্রী টেরি হ্যাচার।
সেই সিরিজের সময়ই দুজনকে একসঙ্গে আকাশে ওড়ার যে রোমাঞ্চকর দৃশ্য দেখানো হতো বাস্তবে তা ছিল ভীষণ কষ্টকর।
ডিন কেইন জানান, প্রতিবার উড়ন্ত দৃশ্য ধারণের সময় টেরি হ্যাচারের চোখে জল এসে যেত। তার কথায়, ‘তাকে যখন হাত ধরে আকাশে ওড়াতে হতো, দৃশ্যটা যত রোমান্টিকই দেখাক আমাদের শরীরের জন্য তা ছিল যন্ত্রণাদায়ক। তার চোখ দিয়ে প্রতিবারই পানি পড়ত। ও কাঁদত। কারণ ওর ব্যথা হতো।’
কারণ হিসেবে তিনি জানান, তারা দুজনেই শক্ত তারের সাহায্যে দীর্ঘ সময় ঝুলে থাকতেন। যার কারণে শরীরে রক্ত চলাচল ব্যাহত হতো। কেইনের ভাষায়, ‘ঘণ্টার পর ঘণ্টা ঝুলে থাকার পর রক্ত সঞ্চালনের জন্য আমাকে মাসাজ করাতে হতো।’
