ঋষভের কটাক্ষের জবাব দিলেন উর্বশী

ঋষভের কটাক্ষের জবাব দিলেন উর্বশী

অনলাইন ডেস্ক :

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউটেলা। মাঝে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে তার প্রেমের গুঞ্জন আউর হয়। কিন্তু তা বেশি দিন টেকেনি। এছাড়া দু’জনের মধ্যে তিক্ততা থেকেই গেছে। 

সম্প্রতি দুজনের মাধ্যে  ফের দু’জনের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। ঘটনার শুরু সম্প্রতি উর্বশীর এক সাক্ষাৎকার থেকে। তার সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন ঋষভ। এর বাংলা অর্থ দাঁড়ায়, ‘মানুষ জনপ্রিয় হতে ও খবরে আসার জন্য কী না করে! নামডাকের জন্য তাদের লোভ দেখে কষ্ট হয়। সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুন।’ পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘আমার পিছু ছেড়ে দাও বোন।’ যদিও কিছুক্ষণের মধ্যে স্টোরি মুছেও দেন ঋষভ। কিন্তু ততক্ষণে তার পোস্ট ভাইরাল হয়ে যায়। আর পোস্টটি যে তাকে খোঁচা দিয়ে লেখা সেটিও বুঝতে পারেন উর্বশী। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘ছোট ভাইয়ার ব্যাট বল খেলা উচিৎ। আমি কোনো মুন্নি নই যে, তোমার মতো একটা বাচ্চা ছেলের জন্য বদনাম হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *