
অনলাইন ডেস্ক :
এক সময় নাটক জগৎ আলোচিত নাম ছিল এইচ রোকন।দীর্ঘ দিন অনেক জনপ্রিয় পরিচালকদের সহকারী পরিচালক হিসাবে কাজ করার পাশাপাশি নাটক রচনায়ও ছিল মনোযোগী। তার রচিত নীল বসন্ত নাটক সেই সময় একুশে টিভিতে খুব আলোচিত হয়।এছাড়াও ভালবাসা ভালবাসি,দ্বিতীয় মৃত্যুর আগে সহ বেশ কয়েকটি খন্ড নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়।তারপর নিজে আসেন পরিচালনায়। নিজের রচনাও পরিচালনায় পাগলের আখড়া নামে একটি ধারাবাহিক নাটক বানান। হালের আলোচিত এক ঋাক তাড়কা শিল্পী নিয়ে নাটকটি বানালেও নানান জটিলতায় নাটকটি প্রচার না হলে রাগে অভিমানে মিডিয়া ছেড়ে দেন তিনি।
কথায় আছে মিডিয়ার ভাত যার রক্তে মিশে যায় সে আর মিডিয়া ছাড়তে পারে না।তার ক্ষেত্রেও তাই হয়েছে। মিডিয়ায় ফিরে আসা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন-মিডিয়া ছেড়ে এসে অনেক ব্যবসার সাথে নিজেকে জড়ালেও মনটা পরেছিল মিডিয়া পাড়ায়। চলতি পথে কখনো কোন সুটিং ইউনিট দেখলে দর্শক সাড়িতে দাড়িয়ে মনযোগ সহকারে দেখতাম।একদিন তো এক ইউনিটে বলেই বসেছিল এই শর্টটা এভাবে না এভাবে হবে। সবাই অবাক হয়ে তাকালে তিনি মাথা নিচু করে চলে যান।
ফিরে আসা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ফিরে আসার ইচ্ছে সব সময় ছিল। নানান কারনে হয়ে উঠে না।পরে হোসাইন মীর সাদ্দাম এর অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতায় আবারও ফিরে আসা।
ভবিষ্যত প্লান নিয়ে জানতে চাইলে তিনি বলেন এখন নিজস্ব একটি পেইজ এবং ইউটিউব চ্যানেলের জন্য কিছু শর্টফিল্ম এর কাজ দিয়ে শুরু করছি। অচিড়েই খন্ড এবং ধারাবাহিক নাটক এর কাজ শুরু করবো। তবে যে কাজেই করি না কেন আমার পেইজ এবং ইউটিউব চ্যানেল ডাহুক এন্টারটেইনমেন্ট এর মাধ্যমেই স্রোতাদের সামনে তুলে ধরব।তবে নাটকেও কাজ করার ইচ্ছে আছে। সব শেষ তিনি সবাইকে ডাহুক এন্টারটেইনমেন্ট এর সাথে থাকার আহবান জানান।