অনলাইন ডেস্ক :
আগামী ১৭ জুন প্রথমবারের মতো নায়িকা হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। এদিন বিরল এক রেকর্ডও গড়তে যাচ্ছেন এই অভিনেত্রী। সিনেমায় অভিষেকের দিনেই দুই বাংলায় আলাদা দুটি সিনেমা মুক্তি পাচ্ছে তার। বাংলাদেশের সিনেমা হলে আসছে তার অভিনীত ‘অমানুষ’, আর কলকাতায় সিনেমা হলে ‘আয় খুকু আয়’। শুক্রবার (১০ জুন) তথ্যটি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। সঙ্গে এও যোগ করেছেন, বিষয়টি নিয়ে তিনি খুবই রোমাঞ্চিত। অপেক্ষায় আছেন দুই বাংলার দর্শক কীভাবে তাকে গ্রহণ করেন। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নাম লেখান জনপ্রিয় এই অভিনেত্রী। যেখানে তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।