অনলাইন ডেস্ক :
সুজানের সঙ্গে হৃতিকের ১৪ বছরের সম্পর্ক বিচ্ছদের পর নিজেদের নতুন করে গুছিয়ে নিয়েছেন দু’জনেই। দু’জনের জীবনেই এসেছে নতুন সঙ্গী। অনেক ধরে সাবা আজাদের গুঞ্জন চললেও গত মঙ্গলবা (৫ এপ্রিল) কার্যত এই সম্পর্ক মেনে নিলেন হৃতিক। এদনই মুম্বাই বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন হৃতিক-সাবা। যদিও সাবা ১৭ বছরের ছোট হওয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এসব কটাক্ষকে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। শুধু হৃতিকই নয়, সাবার ফ্যান এখন গোটা রোশন পরিবার। কিছুদিন আগেই হৃতিকের মুম্বাইয়ের বাংলোতে তার পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সাবাকে। এদিকে, হৃতিক-সাবার আলোচনার মধ্যেই ঠিক একই সময়ে প্রকাশ্যে এলো হৃতিকের প্রাক্তন সুজানের বয়ফ্রেন্ডের ছবি। শুধু তাই নয়, ছবি শিকারিরা তাদের হাত ধরে থাকার কয়েকটি ছবিও লেন্সবন্দি করেছেন। সুজানের এই বয়ফ্রেন্ডের নাম আরসলান গোনি। টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আলি গোনির ভাই আরসলান। শোনা যাচ্ছিল, সুজানকে নাকি ডেট করছেন তিনি। যদিও প্রকাশ্যে এই বিষয়ে মুখ খোলেননি তারা। কিন্তু, সম্প্রতি আরসলানের হাত ধরে মুম্বই বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায় সুজানকে।