অনলাইন ডেস্ক :
বলিউডপাড়ার দুই সুপারস্টার আমির খান ও অক্ষয় কুমার। তাদের সিনেমা মানেই দর্শকদের মাঝে এক বাড়তি উন্মাদনা। এবার একদিনেই মুক্তি পাচ্ছে দুই নায়কের দুই সিনেমা।
বর্তমান সময়ে বক্স অফিসে টিকে থাকাটা বেশ কঠিন হয়ে পড়েছে দক্ষিণী সিনেমার কাছে। যদিও তা মেনে নিতে নারাজ বহু বলিউডের সিনেমা নির্মাতারা। আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে বলিউডের দুই সিনেমা। মুক্তির আগে থেকেই বেশ আলোচিত এই দুই সিনেমা। আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ ও অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘রক্ষা বন্ধন’। বলিউডে বেশ বড়সড় টক্কর হতে যাচ্ছে তা বোঝাই যাচ্ছে। বলিউডে যেমন আমির খানকে দিয়ে অসংখ্য ব্যবসাসফল সিনেমা অপরদিকে অক্ষয় কুমারও পাল্লা দিয়ে ভালো সিনেমা করে বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছেন। তবে দুই তারকার ঝুলিতে আছে বেশকিছু ফ্লপ সিনেমা। আমির খানের ‘ঠগস অব হিন্দুস্তান’, অন্যদিকে অক্ষয় কুমারের ‘বচ্চন পান্ডে’। ইতোমধ্যেই দুই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই ‘লাল সিং চাড্ডা’র ৭৪ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে কিছুটা পিছিয়ে আছে অক্ষয় কুমারের সিনেমা। তিনি আয় করলেন ৬৭ লাখ টাকা।