বিনোদন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় গুণী নির্মাতা সাগর জাহান। তার নাটক মানেই আলাদা একটা কিছু। এবার ‘অনলাইন অফলাইন’ নামের নতুন ধারাবাহিক নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন গুণী এই পরিচালক। তাতে অভিনয় করেছেন এই সময়ের একঝাঁক তারকা অভিনয়শিল্পী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মারজুক রাসেল, আখম হাসান, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, সালাহ খানম নাদিয়া, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, নাবিলা ইসলাম, পাভেল ইসলাম প্রমুখ। নির্মাতা সাগর জাহান বলেন, আগামী ১৫ নভেম্বর রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটির প্রথম পর্ব।