একসঙ্গে আবারও গাইলেন শাওন-চঞ্চল

একসঙ্গে আবারও গাইলেন শাওন-চঞ্চল

বিনোদন ডেস্ক :

একসঙ্গে আবারও নন্দিত অভিনয় শিল্পী মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী গাইলেন হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিলোরে’। আসছে ঈদে ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের আয়োজন আইপিডিসির নিজস্ব চ্যানেলে দর্শকরা এটি দেখতে পাবেন। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, আমরা পেশাদার শিল্পী নই, ভালো লাগা থেকেই গান করি। ‘সর্বত মঙ্গল রাঁধে’ গানের পর ‘নিশা লাগিলোরে’ গানটি গাওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, আমাদের ঐতিহ্য এবং শেকড়কে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়া। এর বেশি প্রত্যাশা কখনোই ছিল না। তাই গান শোনার পর শ্রোতা বিচার করবেন কেমন গেয়েছি। মেহের আফরোজ শাওন বলেন, আইপিডিসি আমাদের লোক গান সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ‘আমাদের গান’ অনুষ্ঠানের জন্য নতুনভাবে হাছন রাজার ‘নিশা লাগিলোরে’ গানটি রেকর্ড করা হয়েছে। এর আগে শ্রোতা নারী ও পুরুষ কণ্ঠে বিভিন্ন সময় গানটি শুনেছেন। এবার দ্বৈত কণ্ঠে শোনার সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *