একসঙ্গে গাইলেন কাঁচা বাদাম খ্যাত ভূবন বাদ্যকর ও হিরো আলম

একসঙ্গে গাইলেন কাঁচা বাদাম খ্যাত ভূবন বাদ্যকর ও হিরো আলম

অনলাইন ডেস্ক :

গতকাল শুক্রবার কলকাতা গিয়েছিলেন নানা ঢং-এ নাচ-গান ও অভিনয় করে আলোচিত-সমালোচিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। কেন গিয়েছেন তা জানাননি। শুধু বলেছিলেন চমক আছে।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে জানালেন চমকের কথা। জানা গেছে, বাংলাদশের হিরো আলম কলকাতার একটি স্টুডিওতে কলকাতায় ভাইরাল হওয়া কাঁচা বাদাম খ্যাত ভূবন বাদ্যকরের সাথে গান গাইছেন।

হিরো আলম বললেন, আমি কলকাতায় এসেছি ভূবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম। এখন লেকটাউনের গিউশন প্রো স্টুডিওতে গান রেকর্ডিং করছি।

এ বিষয়ে ভুবন বাদ্যকর বলেন, ‘দুইজন দুই বাংলার ভাইরাল একসঙ্গে হয়েছি। এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে।’ গানের শিরোনাম ‘হাউ ফানি’; কথা লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *